রবিউল আউয়াল মাস । ফজিলত এবং আমল
পরিচিতি
হিজরি বা ইসলামিক বর্ষপঞ্জিকার তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। আরবি বা হিজরি মাস সমূহের মধ্যে এর পৃথক গুরুত্ব রয়েছে। 'রবি' শব্দের অর্থ বসন্ত কাল আর 'আউয়াল' শব্দের অর্থ প্রথম। রবিউল আউয়াল শব্দের অর্থ দাড়াচ্ছে প্রথম বসন্ত বা বসন্তকালের প্রথম মাস।
বিভিন্ন কারনে এই মাস মুসলিমদের কাছে বিশেষ গুরুত্বপুর্ণ। আজ আমাদের আর্টিকেলের বিষয়বস্তু হচ্ছে রবিউল আউয়াল মাসের ফজিলত এবং আমল নিয়ে।
রবিউল আউয়াল মাস এর ফজিলত
বেশ কিছু কারনে রবিউল আউয়াল মাস ফজিলতপূর্ণ। এগুলো নিম্নে বর্ননা করা
হলোঃ
১. রাসুলুল্লাহ (সা.) এর জন্মঃ
রবিউল আউয়াল
মাসেই জন্মগ্রহণ করেন রাসুলুল্লাহ (সা.)। অধিকাংশ আলেমের মতে ১২
ই রবিউল আউয়াল তারিখ রোজ সোমবার।
২.রাসুলুল্লাহ (সা.) এর বিবাহঃ
রবিউল আউয়াল মাসের ১০ তারিখে রাসুলুল্লাহ (সা.) এর শুভ বিবাহ অনুষ্ঠিত হয়
হজরত খাদিজা(রা.) এর সাথে।
৩. রাসুলুল্লাহ (সা.) এর হিজরতঃ
রবিউল আউয়াল মাসের ১ তারিখে রাসুলুল্লাহ (সা.)
মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত এর যাত্রা শুরু করেন। রাসুলুল্লাহ (সা.) মদিনা
পৌছান ১৬ রবিউল আউয়াল তারিখে।
আরও পড়ুনঃ
সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ
৪. মসজিদে কুবাঃ
ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা এর ভিত্তি স্থাপন করা
হয় রবিউল আউয়াল মাসের ১৬ তারিখে। এটি ইসলামে মর্যাদার দিক থেকে ৪র্থ।
৫. রাসুলুল্লাহ (সা.) এর ওফাতঃ
রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার রাসুলুল্লাহ (সা.) গোটা দুনিয়াকে কাঁদিয়ে
ওফাতপ্রাপ্ত হন। এদিনও ছিলো সোমবার।
রবিউল আউয়াল মাস এর আমল
কোরআন এবং হাদিসে কেবল রবিউল আউয়াল মাসের বিশেষ কোন আমল এর ব্যাপারে উল্লেখ
নেই। তবে রাসুলুল্লাহ (সা.) প্রতি সোমবারে রোজা রাখতেন। এ ব্যাপারে আবু কাতাদাহ (রা.)
থেকে বর্ণিত,
"আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি আর এ দিনেই নবুয়ত প্রাপ্ত হয়েছি" - সহীহ
মুসলিম,
হাদীস
নং
১১৬২,
আবু
দাউদ,
হাদীস
নং
২৪২৬)
আরও পড়ুনঃ
মসজিদে নববিতে নামাজ আদায়ের ফজিলত
এর পাশাপাশি রাসুলুল্লাহ (সা.) প্রতি ্বৃহস্পতিবারে রোজা রাখতেন। হাদিসে আছে,
"বৃহস্পতি ও সোমবার মহান আল্লাহ তায়ালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় । তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। ( সুনানে নাসায়ী, হাদীস নং ২৩৫৮)"।
এছাড়া রবিউল
আউয়াল মাসে আইয়ামে বিজের রোজা ( প্রতি চান্দ্র মাসের ১৩,১৪,১৫ তারিখের রোজা) রাখা
যায়।
শেষ কথাঃ রবিউল আউয়াল মাস । ফজিলত এবং আমল
আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় ছিলো রবিউল আউয়াল মাস এর ফজিলত
এবং আমল নিয়ে। আশা করি আমাদের আর্টিকেলটি পুরোটা মনোযোগ সহকারে পড়েছেন। পোস্টটি
আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কমেন্টে
জানান।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url