লাউয়াছড়া জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত, কেন বিখ্যাত
পরিচিতি
বাংলাদেশের অন্যতম চিরহরিৎ বনাঞ্চল হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটি একই সাথে একটি বর্ষাঅরণ্য বা রেইনফরেস্ট। এখানে শীতাকাল ছাড়া সারা বছরই প্রচুর বৃষ্টি হয়। এটি বর্তমানে একটি সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান।
আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এবং কেন বিখ্যাত। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। আশা করি পোস্টটি পুরোটা মনোযোগ সহকারে পড়বেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এর কিছু অংশ শ্রীমংগল উপজেলায়ও পরেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান এর পূর্ব নাম ছিলো পশ্চিম ভানুগাছ জাতীয় উদ্যান। এর আয়তন প্রায় ১২৫০ হেক্টর।
লাউয়াছড়া জাতীয় উদ্যান কেন বিখ্যাত
উদ্ভিদকূলঃ
লাউয়াছড়া জাতীয় উদ্যান আয়তনে ছোট হলেও এটি উদ্ভিদ সম্পদে সমৃদ্ধ। এখানে রয়েছে চাপালিশ, রক্তচন্দন, সেগুন, আগর সহ প্রায় ১৬৭ টি প্রজাতির উদ্ভিদ। বাংলাদেশের একমাত্র জীবিত টিকওক গাছটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এ অবস্থিত।
প্রাণীবৈচিত্রঃ
লাউয়াছড়া জাতীয় উদ্যান এ প্রায় ৪ প্রজাতির উভচর, ৬ প্রজাতির সরীসৃপ,
২৪৬ প্রজাতির পাখি এবং ২০
প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। স্তন্যপায়ী প্রানির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উল্লুক। এটি এখানে ছাড়া বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। এছাড়াও আর অন্যান্ন প্রাণীকূলের মধ্যে রয়েছে মুখপোড়া
হনুমান, বানর, শিয়াল, মেছোবাঘ, বন্য কুকুর, ভাল্লুক,
মায়া হরিণ, অজগরসহ নানা প্রজাতির জীবজন্তু।
পাখির মধ্যে আছে সবুজ ঘুঘু,
বনমোরগ, তুর্কি বাজ, ইগল, হরিয়াল,
কালোমাথা টিয়া, পেঁচা, ফিঙ্গে, লেজকাটা টিয়া, কালোবাজ, হীরামন, কালোমাথা বুলবুল, ধুমকলপ।
খাসিয়া পুঞ্জিঃ
লাউয়াছড়া জাতীয় উদ্যান এর ভেতরে রয়েছে খাসিয়া জাতিগোষ্ঠির আবাস। তাদের ভাষায় এ আবাসস্থলকে বলা হয় পুঞ্জি। এটিও লাউয়াছড়া জাতীয় উদ্যান এর দর্শনীয় স্থানের একটি। খাসিয়া জাতির সদস্যরা এখানে পান এবং সুপারির চাষ করে থাকেন।
এছাড়া বিখ্যাত সিনেমা "Around the world in 80 days" এর কিছু অংশের শ্যুটিংও হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান এর ভেতরে অবস্থিত রেলপথে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url